গুরুদেব
*****


আজকে পূজি গুরুর চরণ
আজকে শুভদিন,
পদরেণু মাথায় নিয়ে
শুধবো তাঁহার ঋণ।
অজ্ঞানতার অন্ধকারেই
নিমজ্জিত ছিলাম,
গুরুর পদ প্রান্তে এসে
জ্ঞানের আলো পেলাম।
হোকনা সে ঘর ছোট্টো কুঁড়ে
বিদ্যালয়ের কক্ষ,
গুরু আমার জ্ঞান দেবতা
আসন তাঁর এ বক্ষ।
জ্ঞান প্রতিমা বাগ্‌দেবীর
দর্শন হয়নি কভু,
গুরু ব্রক্ষ্মা,গুরু  বিষ্ণু
গুরুই শিবশম্ভু।


গুরু প্রণাম
******


গুরু ব্রক্ষ্মা গুরু বিষ্ণু
গুরু দেব মহেশ্বরা,
প্রথম গুরু মাতাপিতা
দ্বিতীয় গুরু জগদ্ধরা।
তৃতীয় গুরু প্রাথমিকে
দিলেন অক্ষরজ্ঞান,
মুছে দিয়ে জ্ঞানের আলোয়
অজ্ঞানতার ম্লান।
আজ অবধী জীবন পথে
পেলাম যত গুরু,
শীতলতা দিলেন যেন
ছায়া দায়ক তরু।
কৃতজ্ঞতা জানাই তাঁদের
আমার যা টুকু জ্ঞান,
তাদেরই আশীষে ধন্য হয়েছি
এ তাদেরই অবদান।
গুরুর আগে মস্তক যেন
সদাই থাকে নত,
আজ এদিনে গুরুর চরণে
প্রণাম শতশত।


জন্মের পর থেকে আজ অবধী যতজন গুরু সান্নিধ্য  পেয়েছি সবার চরণে সশ্রদ্ধ প্রণাম জানালাম।