পৃথিবীর সকল জীবের মধ্যে
হাতিই হল বলশালী,
তাদের সাথে সখ্যতা তাঁর
তিনিই তো বন-মালী।
আহার সন্ধানে হাতি যখন
চাষীদের ফসল মাড়ায়,
কোন সাহসে কোন প্রভাবে
সে পথ আগলে দাঁড়ায়।
পিছিয়ে যেতো হাতির দল
ফিরে যেতো জঙ্গলে,
চাবুক নিয়ে মারতে মারতে
হাতিখেদা বাবা চলে।
কোন সে দৈব শক্তি গুণে
বশ করেছিলেন গ-নেশ,
তিনি সকল বাসনা পূর্ণকারী
আদিবাসি গণের ঈশ।