তেঁতুলের নামে রসনাসিক্ত
স্বাভাবিক ঘটনা।
করেলা বা নীমের মতো
কতা না তিক্ততাও স্বীকৃতি পায়
শোণিত পরিশুদ্ধতার আকাঙ্ক্ষায়।
তবু আমরা কুঁদরী খায়
এটা যেনেও যে
রুধিরে হিমোগ্লোবিনের হ্রাসের
একটা মূখ্য কারণ!
আমরা জ্ঞানতই
লঙ্কার স্বাদ গ্রহণ করি,


এমনকী মাকাল ফলও !