তার বিদায় মুহুর্তের অশ্রুসজল চোখ,
বিগত কুড়ি বছরের বিরহ যন্ত্রণা বাস,
অনেকটা লাঘব হয়েছে সাংসারিক জীবনে,
মলিন হয়েছে ধুলিকণা জমা স্মৃতির ক্যানভাস।


আধুনিকতার ছোঁয়ায় আচ্ছন্ন আমিও আজ,
ফেসবুকে পরিচিত অপরিচিত বন্ধুর সমাগম,
সাতদিন হলো ভেসে ভেসে উঠে একটি ছবি,
"People may you know" মস্তিষ্কে ব্যঘাত চরম।


কি করে বলবো আজ, তাকে আমি জানি না,
কি করে ভুলে যায় হৃদয় ভাঙ্গার কথা,
কি করে ভুলে যায় নির্জনে কাটানো রাত,
কি করে ভুলে যায় কুড়ি বছরের নিরবতা।


অজ্ঞানেও আঙুল কখনো কখনো চলে,
দাবা হয়ে গেছে "Add friend" এর বাটামে,
"কেমন আছো" শুধু, একটি ম্যাসেজ আসে,
হৃদয়ের মাঝে অজস্র ঝড় নামে।