আমার প্রথম কান্না থেমে ছিল
নগ্ন গায়েই মায়ের আলিঙ্গনে,
সহস্র বার জড়িয়ে সেই বুকে
পরম শান্তি পেয়েছিল এই মনে।


সহস্র বার জড়িয়ে আর এক বুকে
সে দেব তুল্য আমার পূজ্য পিতা,
প্রতিটা বাসনা পূর্ণ হতো যেথা
তাঁর চরণে আমি আমৃত্যু গ্রহীতা।


সৃষ্টি স্নেহের প্রথম আলিঙ্গনে
জড়িয়ে ছিলাম সে মোর প্রেয়সী প্রিয়া,
পুত্র প্রাপ্তির সেই শুভ সমাচারে
কল্প সুখে চিকিৎসকে জড়িয়েছিল হিয়া।


বর্তমানে জায়া, পুত্র, কন্যায়
আঁকড়ে রেখেছি হৃদয় ভালবাসায়,
পারিবারিক সুখ শান্তির বন্ধনে
একে অপরের আলিঙ্গনে সবাই।


অনন্ত কাল পোষণ করে আছি
একটাই বাসনা হৃদ অন্তর মনে,
অন্তকালের পরেও,  যেন থাকি
চির  নিদ্রায় মাটির আলিঙ্গনে।