জন্ম তোমার পৌনে একশো হলো
মেতেছে সবাই অমৃত উৎসবে,
উন্নয়ণের বাজছে শুনি ঢাক
জনগণ.. গীত গাইছে উচ্চরবে।
ইংরেজ হতে শৃঙ্খল মুক্ত করতে
বীরেরা প্রাণ দিয়েছিল আহুতি,
আজকে সেবায় নিয়োজিত যারা
আখের গোছায় তোমার সে সন্ততি।
দেশের সীমায় বিদেশী আগ্রাসন
নিজের সৈন্য পিছিয়ে আসে রোজ
দখলীকৃত হচ্ছে দেশের মাটি
তোমার সন্তান নেই না তার খোঁজ।
কর্মসংস্থান হবে লক্ষ্য পূরণ
শুনছে কেবল জন্মলগ্ন হতে,
আশা-প্রলেপ মাখছে দিনের শেষে
শিক্ষিতরা বেকার জ্বালার ক্ষতে।
নেংটো ছেলে নেড়ি কুকুরের দল
আজও ঘাঁটছে উচ্ছিষ্ট ডাস্টবিন,
আজও ভিক্ষুক বেরোই ঝোলা হাতে
কোনও রকমে কাটছে তাদের দিন।
নিশ্চয়তার কর্মে টাকার অভাব
একশো দিন আজ মুখ থুবড়ে আছে
স্টেচু আর দেবালয় সুউচ্চ গড়ে
কার্নিভালেতে বুদ্ধিজীবীরা নাচে।
দুর্নীতি যত গরীবদেরকে নিয়েই
তেলা মাথায় তৈলাক্ত হয়েই চলে,
ছাদেরপরে ছাদ গড়ছে কেউ
আবাসহীনেরা ঢাকছে ত্রিপলে।
কৃষকেরা করছে কঠোর পরিশ্রম
মুনাফা লুঠছে ফড়ে শ্রেণীদের দল,
সেচ ব্যবস্থা আজও তলানিতেই
কৃষকের জন্য বর্ষায় সম্বল।
অন্নাভাবে ধুঁকছে দেশের ভোটার
নির্বাচিতেরা গড়ছে টাকার পাহাড়
লোক দেখানো তদন্তটাই সার
দিনের শেষে আবার তুই আমার।
বিকাশ উন্নয়ণের বাজনা তালে
নাচছে খেয়ে দানের চালের ভাত।
আর কবে পাবে দেশের নাগরিক
অমৃত উৎসবের প্রাপ্য স্বাদ,