জন্ম থেকে পাঁচটি বছর
কেটেছি বেশ আনন্দে,
পুতুল খেলা, হা ডু ডু ডু
ঝগড়া, ভাল মন্দে।
স্কুলেতে ভর্তি হলাম
মাথায় এলো চাপ,
হিজিবিজি সব লেখা দেখে
বললাম বাপরে বাপ!
আদর করে স্যার বললেন
করনা একটুও ভয়,
ঈশ্বর চন্দ্র দিয়ে গেছেন
বর্ণ পরিচয়।
সেই যে শুরু অ, আ, ক,খ
সেই যে 'বোধদয়',
'জীবন চরিত', 'নীতিবোধ' এ
হয়েছেন সে সহায়।
বাংলার নারী বিকাশে তিনি
সত্যই ঈশ্বর,
বিধবাদের পুনঃবিবাহে
দিয়েছেন নব ঘর।
বাল্য বিবাহ রোধ করেন
কৌলিন্য প্রথা উচ্ছেদ,
তাঁর বিরুদ্ধে ব্রাক্ষ্মণ সমাজ
জানিয়ে ছিলেন খেদ।
অকুত ভয় অনত জানু শীরে
ব্যপ্তি চরাচর,
বিদ্যাসাগর, দয়ার সাগর
বাঙালির ঈশ্বর।