আবার এলো গণতন্ত্র উৎসব,
আবার হবে 'স্বাধীন ভারত' রব,
আবার হবে "জন গণ মন" গীতি,
করবে সবাই শহীদদের আজ স্মৃতি।
উঠবে পতাকা লালকেল্লার চুড়ে,
কুচ কা আওয়াজ উঠবে আকাশ ফুঁড়ে।
আজকে আবার মিথ্যে ভাষণ হবে...
"ভারত জগতে শ্রেষ্ঠ আসন লবে..
গরীবেরা নাকি দুবেলা খাবে ভাত,
সবার হবে মাথার উপরে ছাদ,
বেকার এবার চাকরী পাবে সবাই,
কৃষক হবে মুক্ত ঋণের দায়।"
মঞ্চ জুড়ে হাত-তালি খুব হবে,
লাড্ডু হাতে খুশ হবে আজ সবে।
ভারতের আজ 'অধিনায়ক' যত
জনগণের 'ভাগ্য বিধাতা'র মতো
'পাঞ্জাব,সিন্ধু, গুজরাট, মারাঠা,
চলছে লড়াই চলছে লাঠিসোঠা,
'উৎকল' হোক 'দ্রাবিড়' কিম্বা 'বঙ্গ',
চলছে সারাই জাতি বৈষম্যের জঙ্গ,
'বিন্ধ্য, হিমাচলে'ও আজ আতঙ্ক,
'গঙ্গা, যমুনা'র মতোই অশান্ত।
অর্থনীতি নামছে নিচের দিকে
টাকার মূল্য চড়ছে আজকে শিঁকে।
একশো দু তে মানুষ আজকে ভুখে,
গণতন্ত্র আজ একান্ন সূচকে।
তবুও জনগণ গাইছে 'জয় গাথা'
তবু পাতছে 'আশীষ' পেতে মাথা।
ভুলছে নিজের জরা জীর্ণ শোক
তবু চাইছে ভারতের 'জয় হোক'।
'ভাগ্য বিধাতা' জানি না কেমন সে
তবু মোরা গাই 'জয় হে, জয় হে, জয় হে'...