ঝড় উঠেছে আকাশ জুড়ে
ঝড় উঠেছে মনেও
ঝড় উঠেছে ক্ষেত খামারে
ঝড় চাষীর প্রাণেও।
ক্ষেত খামারে সোনার ফসল
এখানে ওখানে পড়ে
ব্যস্ত আজকে কৃষাণ কৃষাণী
তুলতে হবে তো ঘরে।
স্নান আহার গিয়েছে ভুলে
ভুলেছে নিদ্রা, সুখ,
ভুলেছে আজ অবসর কাল
ভুলেছে পেটের ভুখ।
চতুর্থ মাসের কঠোর শ্রম
উড়িয়ে দিচ্ছে ঝড়ে,
মুনাফা লুটবে দালাল আর
সুযোগ সন্ধানী ফড়ে।
ঝড় তো উঠে আকাশ জুড়ে
ঝড় তো উঠে পেটেও
ঝড় তো উঠে নেতার ভাষণে
নির্বাচণে ভোটেও।
কৃষকেরা দুটি ত্রিপল পেত
সামান্য সহায়তা,
কোথায় আজ জন দরদী,
কৃষক দরদী নেতা?