কী বলবো আজ দুনিয়াদারি
                         গোল্লায় সব গেছে,
মানুষের মনে নেইকো আজ
                          লজ্জা শরম বেঁচে।
ঘোমটা মাথায় কজন নারী
                          শ্বাশ শ্বশুরে মানে,
দেবতা জ্ঞানে নিজ স্বামীকে
                          পরম ঈশ্বর জানে।
মডার্ন যুগের মডার্ন হাওয়া
                         গ্রামে গঞ্জেও চলে,
সিরিয়াল গুলির নকল করে
                       হিন্দীতে কথা বলে।
ফেসবুক আর ওয়াটস এপে
                          প্রেমের ছড়াছড়ি,
নৃশংস ঘটনা আপলোড করে
                        মনুষ্যত্ব গড়াগড়ি।
সিঁথির সিন্দুর ঢেকে দিয়ে
                            অর্ধ নগ্ন গায়ে,
ডিসকো বারে নৃত্য করে
                       হাই হিল সু পায়ে।
মান সম্মান আজ জলাঞ্জলি
                   হাতে হাত ধরে হাঁটে,
যুবক যবতী গলাগলি হয়
                    যথাতথা পথে ঘাটে।
পার্ক গুলিতে ঝাওয়ের তলে
                      নোংরা কান্ড ঘটে,
ঘরের খাবারে তাচ্ছিল্য আজ
                 রেস্তোরাঁয় গিয়ে চাটে।
অপসংস্কৃতির খেলায় মেতে
                    সংস্কৃতিকে বিসর্জন,
এই ভাবে চললে সমাজের
                  অতি শীঘ্র অধপতন।
বিবেক জ্ঞান জাগিয়ে তোলো
                   সু ভবিষ্যতের জন্য,
আজকে তোমার সঠিক সিদ্ধান্তে
                   পর প্রজন্ম হবে ধন্য।



আমার এই কবিতাটি গতকাল শ্রদ্ধেয় প্রিয় কবি মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)'র "সময় চিন্তন " এর মন্তব্যের পাতায় লেখা হয়েছে।