আমি কৃষক এক
কলমের লাঙ্গল চালাই
কাগজের মাঠে।
শব্দের দানা বুনি, ছন্দের সিঞ্চনে,অলংকারে খাদ ঢেলে
কাব্য-ফসল নিয়ে বসি একুশের হাটে।।


অপেক্ষামান ক্রেতার আগমনে
ঠোটের কোনে একচিলতে হাসি,
নাড়াচাড়া করে তাচ্ছিল্যের দৃষ্টি,
পুনঃ পুনঃ নৈরাশ্যতে যায় ভাসি।


যথার্থ মূল্যায়ণ হীন কৃষক
অনীহা কৃষি কর্মে তাই;
কে পারে বিনিদ্র রজনী  জাগরনের মূল্য দিতে?
অবশিষ্টাংশ ফসল
রাস্তার উপর গড়াগড়ি অবহেলায়।


যখন বিষন্ন হয়ে নামে বিকাল
বেদনায় ভারাক্রান্ত হয় মন
তবু সৃষ্টির উল্লাসে নাচে,
আর এক রাশ নৈরাশ্য নিয়েও
পুনরায় সৃষ্টির কাব্য যায় রচে।।