কবিরা তো এমনি হয় বসে বসে তেপান্তরে হাঁটে,
ঘুমের ঘোরেও অঘোরে বিনিদ্র রাত কাটে।
হেঁটে হেঁটেও যায় স্বপ্নের জাল বুনে,
অনবরতই কত কি যে ভাবে মনে মনে।
বাতাসের দোলায় ছন্দে ছন্দে যায় দুলে,
ঝরা পাতার তালে ঝংকারের সুর তুলে।
অলংকারের রিনিঝিনি,আর নুপুরের রুনঝুন,
উদাসী মনেও আবৃত্তির সুরে মনে মনে গুনগুন।
স্বপ্নের দেশে ভেসে ভেসে কাব্য রচনা করে,
দুখে হাসে আর খুশীতে কাটাই বেদনার বালুচরে।
কবিদের নিয়ে বলো না কিছু কবিরা তো এমনি হয়,
শত দুঃখ বেদনার মাঝেও তাদের জীবন কাব্য ময়।