আমিও যে কলেজে পড়বো
          কোনদিন আগে ভাবিনি,
অনেক বাধা এসেছে জীবনে
          তবু কোনদিন থামিনি ।
উচ্চ মাধ্যমিকে পাশ করলেও
             জবাব দিয়েছিল মা,
"পারছি না কুলোতে ওরে
            পড়া ছাড় আর না" ।।
বাবা করে দিন মজুরীর
            মা লোকের ঘরের ঝি,
এই অবস্হায় পড়া চালিয়ে যাওয়া
                    আমার উচিৎ কি ?
আমায় বিয়ে দিয়ে মুক্ত হবে
                  বাবা এ কথা বলে,
খুঁজতে খুঁজতে পেয়েও গেল
               সুযোগ্য একটা ছেলে ।
আমি বললাম  "না... আমার
               হয়নি এখনো আঠারো,
নিজের পায়ে দাঁড়াতে চাই
             আমি পড়তে চাই আরো"।
মা-বাবা বললেন "টাকা কোথায়,
              কে পড়াবে তোকে ফ্রি ?"
আমি বললাম    "আছে .....;
                আছে আমার কন্যাশ্রী !
আজ বাংলার মেয়েরা সব
                 দাঁড়িয়েছি মাথা তুলে,
পড়ছি, শিখছি, বাড়ছি আগে
                  কন্যাশ্রী'র বলে ।
আমরা বাল্যবিবাহ বন্দ করেছি
                 হাতে কন্যাশ্রী পেয়ে,
উচ্চ শিক্ষা করছি লাভ
                পিছায় নি কারো ভয়ে ।
আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছে
               গ্রাম বাংলার মেয়েরা,
কন্যার উজ্জ্বল ভবিষ্যতে
               হাসছে বাংলার মায়েরা।
আজ এ শুধু বাংলার নয়
             এ যে সারা বিশ্বের মান,
তাইতো 'কন্যাশ্রী' কে রাষ্ট্রসংঘ
            দিয়েছে উপযুক্ত সম্মান ।।