লিভার খারাপ হলো দাদুর
লঙ্কা ঝালে খেয়ে চাটানী,
লেহন করে খেলেন এমন
লিপ্সা যেন কভু খাননি।


ললনা তার দুটি বউয়ে
লঙ্কা ঢালে দ্বিগুণ,
ললুপ তাই এখন তার
লেবু জল আর নুন।


লড়বড় আজ দাদুর জীবন
লবডঙ্ক আজ প্রাণ,
লাগামছাড়া দুটি বউয়ে
লম্বোদরে টান।


লালসা অতি নয় যে ভাল
লাভের অঙ্ক শূন্য,
লোভে অতি নষ্ট তাঁতী
লঙ্কেশ হয়নি ধন্য।