আজ বাঙালির নয়ন দ্বারে
একটাই ছবি ভাসে,
সুদূর পানে তাকিয়ে বলে
ঐ দেখ মা আসে।
সঙ্গে আরো দুটি ছেলে
কার্তিক আর গণেশ,
মেয়ে সারদা ও লক্ষ্মীকে নিয়ে
আসছে বাপের দেশ।
বছর ধরে শ্বশুর ঘরে
না জানি কেমন থাকে,
তাই মা বাবা মেয়েদের
উমার মতোই ডাকে।
আসবে মেয়ে থাকবে কদিন
বাপের ঘরে সুখে,
না জানি সারা বছর ধরে
হয়তো ছিল দুখে।
মেয়ে আগমনে প্রকৃতিও আজ
সেজেছে নানান সাজে,
কান্না ঝরা বারিদ রাশিও
মুখ ঢেকে যায় লাজে।
কাশের বনে ঢেউ খেলেছে
শিউলি ফুলে মেলা,
জুঁই চামেলী টগর মালতি
ফুটেছে সাঁঝের বেলা।
শাপলা শালুক পনগ জুড়ে
দারুণ সোভা পায়,
ময়না শালিক দোয়েল টিয়া
শিষ দিয়ে আজ যায়।
স্নিগ্ধ প্রাতে দূর্বা'র শিষে
মুক্তা শিশির কণা,
নীল আকাশে রঙের ভেলায়
মেঘের আনাগোনা।
দক্ষ্মরাজে ডাক দিয়ে আজ
বলেন শৈল জায়া,
ঐ দেখ ঐ আসছে ও গো
আমার মহামায়া।