পৃথিবী সৃষ্টি হয়েছিল আগুণ নিয়ে।
কিন্তু তা একদিন নিভে গিয়েছিল
অজস্র বর্ষা ধারায়।
পরিপূর্ণ হয়েছিল সলিলে।
আবার ধীরে ধীরে ফুঁড়ে উঠেছিল মাটি।
পৃথিবীর কণায় কণায় একসময় পরিবৃত্ত ছিল
উদ্ভিদে উদ্ভিদে।
পৃথিবীতে জীবন এসেছে মৃত্যু নিয়ে।
জীবনে সুখ এসেছে অসুখ নিয়ে।
মানুষের হাসি এসেছে কান্না নিয়ে।
পৃথিবীতে অজস্রবার মহামারী এসেছে,
মানুষকে শিক্ষা দিতে।
মানুষ নিজেকে শ্রেষ্ঠ জীব মনে করে নিয়েছে,
ভেবেছে একচ্ছত্র অধিপতি।
হারিয়ে ফেলেছে পুষ্টি,
হারিয়ে ফেলেছে জীবন,
হারিয়ে ফেলেছে প্রাণ।
আমি থাকি বা না থাকি,
করোনা তুমি থেকো আরও কিছু দিন।
অন্তত কিছুটা শিক্ষা দিয়ে যেইও
চুর্ণ করে দিও মানুষের যত অহংকার।