মন খারাপের পাগড়িগুলো
ঝরছে একটি করে,
সেই বেদনায় ক্ষতবিক্ষত
আমার এই অন্তরে।
কোমলতার স্নিগ্ধ গেলাপ
তোমায় দিব বলে,
কাঁটার ক্ষত নিজে সয়ে
গিয়ে ছিলাম চলে।
সেই বেদনা দেখলে নাকো
দেখলে শুধু 'একটি'!,
যে স্তবকে খুশী হলে
তার প্রণয় 'ফেক' টি।
ভাঙ্গবে যখন মনের ভূল
আসবে আমার দ্বারে,
পাপড়িগুলি সাজিয়ে দেবো
এক একটি করে।
"ভালবাসি" রব উঠবে
প্রতিটি দল জুড়ে,
কাঁটার ব্যাথা নিয়ে আমি
সরেই যাবো দূরে।