দুর্ভাগা তো আমরাই শুধু
যুগে যুগে বঞ্চিত,
শোষক শ্রেণী আমরাকে শুষে
ধন করে সঞ্চিত।
রোদে-জলে পুড়ে আমরা তবু
খেটে চলি বারমাস,
দালানের পর দালান গড়েও
কুঁড়ে ঘরেতেই বাস।
আমরা খাটি পথে প্রান্তরে
খাটি কল কারখানায়
আমরা খাটি কলে-জলে-স্থলে
আমরা রাস্তা বানায়।
আমরা খাটি নালা নর্দমায়
আমরাই খাটি হাটে,
আমরা কামার, আমরা চামার
কুলি মজদুর মুটে।
চায়ের বাগানে, আঁখের ক্ষেতে
পানের বরজে খাটি,
পুকুর কিম্বা জলাধার হোক
আমরাই কাটছি মাটি।
ট্রাক, ট্রেন হোক শহর নগর
আমরা বইছি বোঝা,
খেটে খেটে আজো কোমরদাঁড়া
করতে পারিনি সোজা।
আজকে আবার মারন ব্যধিতে
আমরাই দিশেহারা
দাঁড়াই নি পাশে আমাদের লুটে
ভাঁড়ার ভরেছে যারা।
সেই কারণেই শিল্পপতিদের
পরিযায়ী শ্রমিক প্রিয়
অসংগঠিত, দাবিহীন আমরা
মুনাফার তরে স্রেয়।
শতাধিক বছরের আন্দোলন
তবু আমরা বিচ্ছিন্ন,
নাহ্য দাবি করতে গেলেই
আমরাই হয় ঘৃণ্য।
আমরাই আজ পথে প্রান্তরে
হারিয়ে সকল কর্ম,
লড়বো কবে, বুঝবো কবে
'মে দিবসে'র মর্ম।