নির্মল বাংলা গড়বো মোরা
                এই আমাদের পণ,
বাংলার জন্য লড়বো মোরা
                  এটাও একটা রণ।
পঞ্চায়েত দিচ্ছে টাকা
                   শৌচালয়ের তরে,
ঘরে ঘরে শৌচালয়
               বানাবো একটি করে।
সেটাকে করবো ব্যবহার
                     শৌচকর্ম কাজে,
বাইরে শৌচ করলে বউ-ঝি
                মরবে শরমে লাজে।
মা,মাসি,কাকি,জেঠির
                  সম্মান হানিও হয়,
ঝোপ-ঝাড়েতে বসতে গিয়ে
                 সাপ,বিছারও ভয়।
নোংরা আবর্জনা যত
                কুড়াদানে ফেলবো,
নিজের নিজের আশপাশটা
            পরিষ্কার করে রাখবো।
যেখানে সেখানে ময়লা ফেললে
               রোগ প্রকোপ বাড়ায়,
মশা,মাছির প্রদুর্ভাবে
                 বিভিন্ন রোগ ছড়ায়।
সুস্থ বাংলা স্বাস্থ বাংলা
           রোগমুক্ত বাংলা গড়বো,
হাতে হাত ধরে সবাই মিলে
                এই লড়ায়ে লড়বো।