যে বাদল বেশী গর্জায়
সে বর্ষায় অতি অল্প,
ঝড় ঝপটাই বয়ে যায়
বৃষ্টিপাত অতি স্বল্প।
ভোটের আগে ছাতি ঠুকে
বাজায় রব ডঙ্কা,
ভোটের পরে সে হয় রাবণ
যে রাজ করে লঙ্কা।
জনগণ সব অর্থ কাঙাল
টাকায় বিকে ভোট,
বুঝেনা এবার পাবে সে
পাঁচটি বছর চোট।
ডিজিটেল দেশ অফিস ফাইলে
হামবড়া আহামরি,
বুলেট ট্রেনের গতিবেগে
কৃষক অনাহারি।
জল বৃষ্টি ঋণের জ্বালায়
কৃষকের হাহাকার,
উপার্জনের কঠিন চেষ্টায়
অসহায় আজ বেকার।
দ্রব্যমূল্য আজ আকাশ চড়া
সাধারনের আজ ত্রস্ত,
পড়সি দেশের আক্রমণে
সীমানায় আতঙ্ক গ্রস্ত।
জনগণে বেকুব বানানই
ভোটে জেতার মন্ত্র,
পাঁচটি বছর আখের গুছায়
নামমাত্র গণতন্ত্র।