প্রখর তাপে উঠান কোনে
নিদ্রাতুর বাপ-মা,
দুগ্ধ পানে লিপ্ত শিশু
তিন মাসের কন্যাছা
এরই মাঝে এক দ্বিপদ হায়না
কামাতুর মন নিয়ে,
রত্তি শিশুরে ধর্ষণে লিপ্ত
হয় তারে নিয়ে গিয়ে।
যৌনাঙ্গের রক্তাক্ত করেও
মিটে না তার স্বাদ,
আছাড় মেরে মৃত্যু দিয়ে
জীবনের বরবাদ।
বেলুন বিকে দিনপাত চলে
অসহায় মা বাপ
বিচারের তরে ঈশ্বরে করে
কত না অভিশাপ।
শুনলেন প্রভু, অত্যাচারীর
জঞ্জীরে হলো কারা,
মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো
তিনশ দুয়ের ধারা।
বিরলতম কোর্টের রায়ে
বাইশ দিনে ফল,
বর্ষা শর্মা সালাম তোমায়
মায়ের চোখে জল।
(জল=আনন্দ অশ্রু)



সুত্র- সংবাদ পত্রিকা প্রভাত খবর(হিন্দী)১৩/০৫/১৮
ইন্দোরের ২৬ বছরের যুবক নবীন গাড়কে তিন মাসের দুগ্ধ শিশুকে অপহরন, ধর্ষণ ও আছাড় মেরে হত্যা।
ন্যায়পালিকা বর্ষা শর্মা ২২দিনে রায় দান সম্পন্ন করেন।
বি.দ্র.-স্ত্রী'র অপরেশান সফল হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন।আপনাদের সহৃদয় প্রার্থণা ও আশীর্বাদ ফলপ্রসু হয়েছে।শ্রদ্ধেয় সকল কবিগণকে অসংখ্য ধন্যবাদ জানালাম।