আমার আজকের কবিতাটি আসরের শ্রদ্ধেয় কবি খলিলুর রহমন মহাশয়ের "তুমি আমার নিত্য ভ্যালেন্টাইন " কবিতার অনুকরণে রচিত। কথা,শব্দ,ভাবনা সম্পূর্ণই তার কবিতা থেকে নেওয়া। আমি শুধু অন্তমিল ছন্দে সাজানোর চেষ্টা করেছি মাত্র। তাই আমার এই কবিতা "নিত্য দিনের ভালবাসা" তার শ্রীচরণে উৎসর্গ করলাম।



তোমায় দেবো রক্ত গোলাপ
কিনতে গেলাম প্রথম প্রাতে;
ফুলের দোকানে নেড়ে সব ফুল
ফিরে এলাম শূন্য হাতে।
কোনো ফুলটি পছন্দ নয়
আমার একটি ফুলের কাছে;
যে কি না ফুলেরও অতীত
সেতো আমার কাছে আছে।


হীরক দিয়ে সাজাবো তোমায়
পাইনি খুঁজে তেমন হীরা;
ঝলমল ঝলকানি দেয়
তোমার নীল চোখের তারা।
মুক্তো যেমন হার মেনেছে
তোমার মুখের হাসিতে;
মানিক্যও আজ তুচ্ছ লাগে
যাহা থাকে নাগ-ফনীতে।


মৌমাছিকে বলেছিলাম
বনের সেরা মধু দিতে;
'আমার বধু সেরা মধু' তাই
ফিরে এসেছে শূন্য হাতে।
সকাল বেলার সূর্য দেখি
ম্লান মুখে আজ এলো;
তোমার মুখের ঝলকানিতে
সে বুঝি লজ্জা পেল।


রাতের বেলার শয্যাখানি
আজ লজ্জায় জড়োসড়ো;
সে পারে নি তুমি যেমন
দুই বাহুতে আদর করো।
তোমায় আমি দেখেছিলাম
এক স্বপ্ন ভরা রাতে;
হাজার রাত্রি গেলেও আরোও
সে স্বপ্ন পারল না দিতে।


আনন্দ সুখও হার মেনেছে
তোমার দেওয়া সুখে;
প্রেমের ভূবন ভরিয়ে দিও
আমার হৃদয় বুকে।
তুমি আমার জীবন মরণ
তুমি আমার নিশি দিন;
আমার নিত্য দিনের ভালবাসা
তুমিই নিত্য ভ্যালেন্টাইন।