আর কটা দিন মাত্র মা গো
তোমার আগমনে,
সাজসাজ রব আকাশ পাতাল
কাশ ফুটেছে বনে।
প্রকৃতি আজ অপরূপ সাজে
সজ্জিত বসুন্ধরা,
পাড়ায় পাড়ায় ছেলে মেয়েরা
আনন্দে আত্মহারা।
নতুন পোষাক পরে তারা
মন্ডপেতে ঘোরে,
আমি যে নির্বস্ত্র মা গো
দাঁড়িয়ে থাকি দূরে।
কেমন তুমি দয়াময়ী ওগো
কেমন দশভুজা,
কোন পোষাকটি পরে আমি
করবো মা তোর পূজা?
তাদেরই তুমি মাতা ওগো
তাদেরই তুমি মাতা,
তুমি কোনদিন বুঝলে না গো
মোদের মনের ব্যথা।