প্রতিবেশীর অন্ধকার ভেদ করে আসতো
তিন বৎসরের ক্ষুধার্ত বুভুক্ষু ছেলেটির
ক্ষুধা যন্ত্রনার হাহাকার ,
নির্ধারিত সময় নিশি দ্বিতীয় প্রহর।
এ ছিল নিত্য নৈমিত্তিক
নিদ্রা ব্যঘাতের নির্দিষ্ট ঘটনা।


মানসিক দৃষ্টিভঙ্গিতে মনে হতো
মাতাপিতার নির্মম  নিষ্ঠুরতা,
কিন্তু না......
অন্তর বিদ্বেষে তারাও জর্জরিত।


প্রায় দেড় ঘন্টার কালাতিক্রমে
শ্বাস নালির অসাড়তা
খিদার উপর কান্নার ব্যথায় স্বরের অবসান।


দিবাবশিষ্ট ভাতের ফেন,
ভথুয়া বা কচু শাকের আহারে
মধ্যরাত গড়াই স্বাভাবিক।


মাধ্যমিক পাশের পর
দৈন্যতায় কলমের পরিবর্তে
অস্ত্র হস্তে নিয়োজিত নিধন যজ্ঞে।


'ধর্মে জীব হত্যা পাপ'


ধর্মে অজ্ঞানী উদর,
জ্ঞান উদরান্নে।


যে খিদার কান্না যাপনে
ত্রয়োদশ বৎসর বিনিদ্র রজনী,
আজ সে পোল্ট্রী মাংসের যোগানদার।
আজ নেই আহারের অভাব;
সঞ্চিত হোক কিছু ধর্মীয় পাপ।