তোমরা আমায় পাগল বলো
আমি পাগলেরও বাপ,
এ দুনিয়ায়ে পাগল হওয়া
নেইকো কোনো পাপ।
আমরা তো ভাই তাতেই খুশী
তোমরা যা যা দিলে,
তোমরা যে ভাই মহাপাগল
দেশটা বিকে খেলে।
টু'জির টাকা খেতে দেখি
খেলার টাকাও খেলে,
স্টাম পেপার হজম করে
ওয়াকফের জমি গিলে।
পশু খাবারও খেলে আবার
অস্ত্র গিলে খাও,
নারদা খেলে, সারদা খেলে
আলকাতরা তাও।
বোফর্স খেলে, রাফাল খেলে
আবার খেলে কয়লা,
তবু তোমাদের পোষাক সাদা
মোদের পোষাক ময়লা।
ব্যাঙ্কের টাকা খেয়ে তোমরা
পালাও দেশ ছেড়ে,
আমরা বাঁচি ডাস্টবিনে
জীবন যুদ্ধ লড়ে।