কোন গাছেতে চড়ুই পাখি
চিরিক চিরিক ডাকে?
কোন ছাদেতে কাকগুলি ঐ
কণ্ঠ ছেড়ে হাঁকে?
কোন কালেতে কোকিল রাণী
কণ্ঠে মিলায় সুর,
কোন বাতাসে ঈগল হেঁকে
পাঠায় বার্তা দূর?
কোন বেলাতে ফিঙ্গে, শালিক
নাচে পেখম খুলে,
কোন বাতাসে বাবুই বাসা
মৃদু মৃদু দুলে?
কোন বাবুটির ময়না, টিয়া
রাধা কৃষ্ণ বলে,
কোন শ্রাবণে ময়ূর নাচে
পেখম তার তুলে?
কোন নেশাতে রাজহাঁসটি
ডুবে পুকুর জলে,
কোন ধ্যানে মাছরাঙাটি
নদীর পানে চলে?
কোন আকাশে চাতক পাখি
বারি যাঁচে ফিরে,
কোন সকালে বকগুলি ঐ
পুকুর ধারে ঘুরে?
কোন বইয়েতে তোমার পড়া
বিদ্যা পুঁথিগত,
কোন বইয়েতে পাখির মেলা
থাকবে মনের মতো।
মন পাখিরই ইচ্ছা সুখে
দেখবে পাখির খেলা,
পাহাড় ঘেঁসা বন্য গ্রামেই
নানান পাখির মেলা।