১৩০  কোটি জনগনে
কজন বুঝে প্রজাতন্ত্র মানে
       নাচছো আজ হইহুল্লোড় করে।
ছেলে বুড়ো সবাই মিলে
পতাকা উত্তোলন করলে
       মিঠাই নিয়ে ঘরে গেলে ফিরে।।


ক'টা মহাপুরুষের নাম শুনলে
স্বাধীন কদিন হল তাই গুনলে
        জাতীয় সংগীত গাইলে গলা ছেড়ে।
আবার নিজের কর্ম ধরো
অন্ন বস্ত্র জোগাড় করো
           কবে প্রজাতন্ত্র দ্বারে কড়া নাড়ে?


কাকে বলে প্রজাতন্ত্র?
কাকে বলে গনতন্ত্র?
         কখন হল ভারত বাসী স্বাধীন ?
শুধু হল চামড়ার বদল
ইংরেজ থেকে নেতা হল
          এখনো প্রজাতন্ত্র মন্ত্রীর অধীন।।


গরীব আছে ছিল যারা
কৃষক, মুটে পড়ে মারা
         এখনো কিন্তু চলছে সেই শোষণ।
আগে ছিল খাজনা কর
এখন হয়েছে ঘুষ খোর
          করে চলেছো নেতাদের তোষণ।।


গরীব, কৃষক, সর্বহারা
মুটে, মজুর, ফেরুকিরা
           বুঝুক আগে প্রজাতন্ত্রের  মানে।
জাগুক সবাই জাগুক দেশ
নেতাগিরির হোক শেষ
           সুখের দিনে হাসুক মনে প্রাণে।।