হে প্রভু, ইয়া আল্লাহ, প্রণাম ভগবান।
আমি এক অবোধ বালক, জানিনা তোমার সম্মান।।
হে.......................ভগবান।


তোমার আরাধনা
নেইকো আমার জানা
তোমারে পূজিব কিসে, নেইকো আমার সে জ্ঞান।
হে......................................ভগবান।


বাইবেল, কোরান, গীতা
যত সব নীতি কথা
সবই গ্রন্থের সার মর্ম, শুধুই মানুষের কল্যাণ।
হে......................................ভগবান।


এক ক্ষুদ্র মতি আমি
গুরুজ্ঞান দাও স্বামী
গুরুকে পূজিতে পারি, আমায় দাও সে বরদান।
হে....................................ভগবান।
আমি এক অবোধ বালক জানিনা তোমার সম্মান।



রচনা-অক্টোবর ২০০৬