আজ প্রভাতে স্নিগ্ধ প্রাতে
শিশির ধোয়া ঘাসে,
ছিলাম বসে উদাস মনে
মেঘেরা যায় ভেসে।
শুধুই ভাবি বন্ধু আমার
দূর বিদেশে থাকে,
শূন্য হৃদয় এপর ওপার
তবু যে না হায় ডাকে।
ফাগুন দিনে কোকিল যেমন
মধুর সুরে গায়,
আমার বন্ধুর কণ্ঠ যেন
তাতেই পরশ পায়।
গ্রীষ্ম এলেই খাঁ খাঁ দুপুর
বিরহ মন জাগে,
দূরের বন্ধু দূরেই থাকে
প্রেমের অনুরাগে।
শ্রাবণ এলে কান্না দিয়ে
আমার হৃদয় ঝরে,
বন্ধু ছাড়া এমন দিনে
মনটা কেমন করে।
আজ যে শরৎ দোরগোড়াতে
কাশের বনে মেলা,
আজো কি বন্ধু দূরে থেকে
দিবে গো অসহ জ্বালা।
আর পারিনা সইতে ওরে
আর পারিনা সইতে,
বলবো কথা কানে কানে
যা পারিনা কইতে।
জানি না কোন দৈব দোষে
তুমি আছো দূরে,
অবিরতই কান্না ঝরায়
এ হৃদয় অন্তরে।


কোনদিন কি আমাদের মিলন হবে না?


অসম্ভবও তো সম্ভব হয়
লোকমুখে একথা শুনি,
ভাবি একদিন হবেই দেখা
তাইতো প্রহর গুনি।