তপ্ত মরুভূমির উপর দাঁড়িয়ে
সুচিত্রা বলেছিল-
কত সুখদুঃখের কথা,
কত আনন্দ বেদনার কথা,
কত মায়া মমতার কথা,
কত হাসি কান্নার কথা,
কত প্রেম ভালবাসার কথা।


মুহূর্তে নিজেকে বাদশা শাহজাহান মনে হয়েছিল।
অথবা অকূল পাথারের নাবিক বিহীন পানসীর যাত্রি।


সেদিন আমি তার পানে চেয়ে
কখনো কেঁদেছিলাম,
কখনো হেসেছিলাম,
আবার কখনো অনন্ত জল রাশির প্রতি দৃষ্টি রেখে
নিশ্চুপ শান্ত হয়ে
তার অলস কোলের উপর ঢলে পড়েছিলাম,
আবার কখনো সাগরের উচ্ছলতা দেখে
উন্মাদের মতো প্রলাপ বকেছিলাম।
সেদিন সুচিত্রা প্রচুর হেসেছিল!


কিন্তু আজ আর হাসে না,
আজ কাঁদে....
কেন না সুচিত্রা জানে
প্রেমে দুঃখ আছে,
প্রেমে বেদনা আছে,
প্রেমে কান্না আছে,
প্রেমে বিরহ আছে,
প্রেমে মৃত্যু আছে..
তপ্ত মরুভূমির উপর দাঁড়িয়ে
সুচিত্রা বলেছিল...........!