হাসির হাসি প্রিয়ার হাসি
মুচকি হাসি ঠোঁটে,
আমার প্রিয়া হাসে যখন
কুঁড়ি কোমল ফোটে।
গোলাপ হাসে প্রিয়ার মতো
শত কাঁটার মাঝে,
প্রিয়া যখন রাঙায় অধর
শিউলি ফোটে সাঁঝে।
সূর্যমুখী হাসতে থাকে
তপন পানে চেয়ে,
আমার প্রিয়া বদন রাঙায়
অরুণ প্রভা নিয়ে।
রজনীগন্ধা সুবাস ছড়ায়
চতুর্দিকে ধায়,
আমার প্রিয়ার কস্তুরী বাসে
সুরভিত হয় বায়।
আমার হৃদয় ভাঙ্গে প্রিয়া
যখন হয় দূর,
আয়নার কাছে গেলে ভেঙ্গে
লজ্জায় হয় চুর।