ও বন্ধু,
বড়ই হতভাগ্য আমি
আমার বন্ধু থাকে দূরে,
তবু যেন তার পরশ পায়
এ হৃদয় অন্তরে।
হৃদয়ে উঠে মিলন ঝড়
আকুলিত হয় প্রাণ,
গায় যে মন তৃষ্ণা বুকে
ভালবাসার গান।
গুপ্ত প্রণয় সুপ্ত থাকে
মনের সংগোপনে,
মন চলে যায় উদাশ হয়ে
ঐ যে সুদূর পানে,
পাখি যদি হতে পারতাম
হতাম আত্মহারা,
ডিঙিয়ে দিয়ে উড়ে যেতাম
কাঁটাতারের বেড়া।
কিম্বা যদি যেতে পারতাম
বৃস্টি ভেজা মেঘে,
সিক্ত ধারায় ভিজিয়ে দিতাম
প্রেমের অনুরাগে।
না হয় হতাম শুভ্র প্রাতের
শিউলি দোলা হাওয়া,
আবেশীত মন জড়িয়ে নিত
জাগিয়ে দিয়ে মায়া।
হতে কি আমি পারি না তার
আঙিনায় ফোটা ফুল,
কবরী বেঁধে সাজিয়ে নিতো
তার এলোকেশী চুল।
আবার যদি হতে পারতাম
প্রভাত রবিকর,
চঞ্চলতায় ভরে দিতাম
আলসেমি অন্তর।
এত সকল ভাবনাগুলি
বৃথাই আয়োজন,
দূরের বন্ধু দূরেই থাকুক
কাঁদুক আমার মন।
অন্তর থাক নিরেট ফাঁকা,
আঁধার ঘন বুকে,
বন্ধু আমার যেথায় থাকুক
থাকুক যেন সুখে।