শারদীয়ার ঢাক ঢোলেতে
আজ উঠেছে রোল,
পূজোর ছুটি হয়ে গেছে
ছেলেরা বাধছে গোল।
কাশবনে আর তালদিঘিতে
আজ যাবে না কেউ,
সাগর তটে যাবে না আর
দেখবে না আর ঢেউ।
সকাল বিকাল ডালের ফাঁকে
ছোট্টো পাখীর খেলা,
জুঁই চামেলী টগর মালতি
দোপাটি ফুলের মেলা।
রক্তিম আভায় তপন উঠা
শিশির ধোয়া ঘাস,
ছেলেরা আর দেখবে না আজ
যাবে না তাদের পাশ।
ছুটি হলেই বসবে সবাই
সামনে টিভি খুলে,
কোথায় আজ প্রকৃতি মেলা
সবই গেছে ভুলে।
কেবল চ্যানেলে মটু পাতলু
কার্টুন শোগুলি যত,
পূজোর ছুটি পেলে ছেলেরা
দেখবে মনের মতো।