অসংখ্য কমা, যতি,আশ্চর্য বোধক চিহ্ন
অতিক্রম করে,
এখন একটা প্রশ্ন বোধক চিহ্নে
জীবনটা আটকে আছে,
কবে আসবে বয়সের পূর্ণচ্ছেদ?


শুন্য খাঁ খাঁ প্রান্তরের মাঝে
পত্রবিহীন শুষ্ক বৃক্ষটির তুল্য
সজীবতার প্রমাণদায়ক অবস্থায় বেঁচে আছি,
নিঃস্ব, রিক্ত, অসহায়;
স্বামীর বার্ধক্যতিক্রান্ত জনিত মৃত্যুতে।


তবু তো ছিল....
প্রেমে, সোহাগে পরিপূর্ণ
মাত্র একটি শুভাকাঙ্ক্ষী সুহৃদয়।
মনের দুঃখ, বেদনা,
জীর্ণ, মলিনতা ঝেড়ে ফেলার
একমাত্র ডাস্টবিন।


উচ্চ অভিলাষী সন্তান আজ
ভিটেমাটি হারা আভিজাত্যের শহরে,
নিঃস্ব মানবিকতার চাদরে মোড়া
হৃদয় হতে
মাঝে মাঝে ফোনে শ্রবণেন্দ্রীয়ে অনুভূতি জাগায় আমার জীবনবস্থা।


একমাত্র আয়া ও পেনশেনের সহায়তায়
স্বচ্ছলতার মাঝেও নিঃসঙ্গতায়
বিধাতার নিকট একটাই প্রশ্ন,
কবে আসবে জীবনের পূর্ণচ্ছেদ!