জর্জরিত ভারত ভূমি
পরাধীনতার যন্ত্রনায়,
যুবক শ্রেণী গর্জে উঠে
স্বাধীনতার মন্ত্রণায়।
বিনয়, বাদল, দীনেশ ছাড়াও
ছিল বীর ভগৎ সিং,
নেতাজী সুভাষ গঠন করল
ফৌজ আজাদ হিন্দ।
চন্দ্র শেখর, প্রফুল্ল চাকি
সঙ্গে শিশু ক্ষুদিরাম,
ইতিহাসের পাতায় লেখা হল
শত শহীদের নাম।
মুক্ত হলো ভারত ভূমি
ইংরেজ শৃঙ্খল হতে,
বিভাজনের নীতিতে দেশ
ভাসল শণিত স্রোতে।
আজো শত প্রাণ শহীদ হয়
সীমারেখা পাহারায়,
আজো জননী, জায়া, তনয়া
অঝোরে অশ্রু ঝরায়।
কর্কট রোগের ন্যায় সে ক্ষত
রয়ে গেছে তরতাজা,
কেমনে উত্তোলন করি সেনাদের
রক্তস্নাত সে ধ্বজা।