আগমনের দিনক্ষণ নেই
নেই যে কোন তিথি
হটাৎ আমার দ্বারে এলো
বন্য অতিথি।
বাগান বাড়ি করলো সাফ
খেল বেগুন সিম,
বিলাতি,ফুলকপি খেল
খেল ভেন্ডি, বিম।
অবশেষে ডাণ্ডা নিয়ে
যেই করেছি তাড়া,
লম্ফ ঝম্ফ দিয়ে শেষে
দুয়ারে হলো খাড়া,
তাড়া করলে যাবে কোথায়
বনেই বা কি আছে?
দিনের পর দিন অনাহারে
কেমনে শরীর বাঁচে?
ছুড়ে দিলাম পাউরুটি কিনে
সযত্নে নিল লুফে,
কপিরাজেরা আয়েস করে
খেল মনের সুখে।
মানুষ আজকে হচ্ছে কত
নিষ্ঠুর দিনে দিনে,
বন্য প্রাণীর অধিকারটাও
আমরা নিচ্ছি ছিনে।
এই ধরনী আগে ছিল
গাছ গাছড়াই ভরা,
অবাধ সুখে জীব জন্তু
খুশীতে আত্মহারা।
এক-এক করে বিলুপ্ত হচ্ছে
বন্য সকল প্রাণী,
মানুষেরা আজ নিজেকে
ভাবছে মহা জ্ঞানী।
ভারসাম্য নষ্ট করে
ভাবছে করবে রাজ,
প্রকৃতিরও আছে রুদ্ররূপ
দেখিয়ে দিয়েছে আজ
জলবায়ুর পরিবর্তন
ভূগর্ভ জলে টান,
ঋতু বৈচিত্রে ভিন্নতা আজ
অসময়ে বান।
মানুষ এবার হোক সচেতন
এখনো আছে সময়
নচেৎকিন্তু পৃথিবীর বুকে
ধেয়ে আসছে প্রলয়।