শুন না সখী শুন না ওরে
শুন না ওরে শোন,
তুই যে আমার অতি আপন
তুই যে আপন জন।
তোকে ছাড়া বলবো কারে
আমার মনের ব্যথা,
তুই ছাড়া কে শুনবে বল
গোপন মনের কথা।
জানিস সখী কালকে রাতে
আমার প্রাণের স্বামী,
হীরে-গড়া-হার আমায় দিল
অযুত নিযুত দামী।
সখী....
আমিতো জানি আমার স্বামীর
উপার্জন এতো নয়,
তার কর্ম ও অর্থের উৎসের
জানি না সে পরিচয়।
হারের উৎস জীজ্ঞাসিলে, বলে
'গোপন থাক সে মূল্য
হীরের হারের চেয়েও প্রিয়
তুমি আমার অতুল্য'।
অবশেষে মোর জিদের বশে
বলেন আমায় ধীরে,
'তোমার তরে ছিনতাই করে
এনেছি হনন করে'।
সখী......
বল না, কারো কণ্ঠ শূন্য করে
আমার গলে সাজায়,
শোণিত স্নাত সে হীরের হার কী
আমার গলে মানায়?