সুস্থ, স্বাস্থ্য, সচেতন সমাজ
গড়েন যিনি সমাজপতি,
উন্নতিতে মনোনিবেশ
রাখেন সদা মতিগতি।
দেখেন তিনি মন মুকুরে
জাগ্রত সমাজের প্রতিচ্ছবি,
পরিচালক যদি সঠিক হয়
সমাজের তরে সদা অনুভবি।
আজ সমাজ পরিপূর্ণ নেশাই
ঘৃণা,দ্বেষ, ব্যাভিচার,
শিশু আর নারীদের প্রতি
বাড়তে থাকে অত্যাচার।
গ্রাম-শহরে ভিক্ষুক বৃদ্ধি
কর্মহীনদের হা হুতাশ,
বেকার জীবন শিক্ষার অপচয়
অন্ন জোগাড়ের অভিলাষ।
আলোড়ন হীন সমাজ তাই
অনুন্নতির তমসা নিশি,
ঘুণধরা এই সমাজটাকে
দুর্নীতিবাজ মাখায় মসী।
আদর্শ আর উপমা দিয়ে
নড়বড় তাই দেশের ভিত,
মৌখিকতায় দেশের বড়াই
নৈতিকতার হয় না জিত।
সংশোধনের দ্বারাই ভবে
প্রাপ্তি ঘটে জ্ঞান গরিমায়,
অমূল্য রতন ব্যবস্থাপনায়
দিশা শিখরে সমহিমায়।