পলাশের রূপে আকুল তুমি
অমোঘ তোমার টান,
সেই পলাশই আগুন জ্বেলে
সিদ্ধ করি ধান।
রাঢ় ভুমিতে পলাশ জন্মে
ছয়লাপ হয় ফুলে,
প্রকৃতিও জানে চাষীর ব্যথা
ঝরে 'সিঝানু'র কালে।
রূপ সৌন্দর্যে অসীম হলেও
ঘর তো কেউ না সাজায়,
পায় না কোন দেবতার চরণ
লাগে না কোন পূজায়!
অহংকারের বিনাশ করো
সময় থাকতে হাতে,
অপরূপ রূপও চুর্ণ হয়
সময়ের ধারাপাতে।