জলবায়ুর পরিবর্তনে রাষ্ট্রসংঘের কপালে ভাঁজ,
মেরু প্রদেশে শীল মাছের কান্না,
সমুদ্র প্রলয়ে উৎকন্ঠিত নগরতট,
আর বিপর্যয়ের হাহাকার।


ট্রেনের উপর অন্ধ বাউল গায়
"আর কত কাল কাঁদাবি রে বিধি"
যাত্রীবোঝায় বাস দেখে
ছোটো শিশুর দুশ্চিন্তার কান্না,
আর মহা মিছিলের হাঁক.....
      "হাম দো হামারে দো"।


চাতক-চাষীর ললাটে হাত,
তোমরা বন কেটে বসত করেছো,
আমরা গাছ কেটে হাটে বিক্রী করবোই,
দু মুঠো অন্নের এক মাত্র সম্বল।
আর রেশন কার্ডে লাল সবুজের মানে
এখনো অধরা দুর্নীতির আড়ালে।


সংরক্ষণের আড়ে আজ
শ্রেণী বৈষম্য হোঁচট খেয়েছে,
স্টীলের পাত্রে কুমোরের চক্র স্থির,
নাপিতের নরুন মুখুজ্জে এসি পার্লারে,
কলুর বলদ কাচ্চে ঘানির মিলে,
আর ধাই মা আজ আশা।


সংরক্ষণ হোক তোমার আমার নয়,
সংরক্ষণ হোক গরীবের
যে পূর্ণিমার চাঁদকে এখনো ভাবে
এক ঝলসানো রুটি।
সংরক্ষণ হোক তার
যে পুন্নাম নরককে উপেক্ষা করে
দুই কন্যায় সুখী।
সংরক্ষণ হোক তার
যে বলিষ্ঠ কন্ঠে বলে
"হাম দো হামারে দো"।


পুন্নাম নরক='পুত্'-নামক নরক, যেখানে অপুত্রকদের যেতে হয় বলে প্রাচীন বিশ্বাস।