জলবায়ুর পরিবর্তনে,ঘটা করে হয় সম্মেলন!
রাষ্ট্রসংঘ আজ নীরব কেন, জ্বলছে কেন আমাজন?
বাড়ছে গরম, গলছে বরফ, তপ্ত হচ্ছে ধরাতল,
বর্ষাহীনতায় ভুগছে ধরা, জলস্তর আজ যাচ্ছে অতল।
সভ্যতার আজ অগ্রগতি চাঁদ ছুঁই ছুঁই চন্দ্রাযান,
ফুসফুসে আজ বিষাক্ত বায়, যার যাবে তার যাক না প্রাণ।
আমাজন তো বর্ষাবন অবিশ্বাস্য সেথা দাবানল,
লোভ লালসার চরম প্রাপ্তি হিংস্র আজ সভ্য দল।
জীব জন্তুরাই হিংস্র নাকি এ যাবৎ বল্লো সভ্যরাই,
কে নেবে আজ স্বীকার করো, অজুত নিযুত প্রাণের দায়?
সবার মূলে একটাই দায়ী বৃক্ষ ছেদন নির্বিকারে,
জর্জরিত আজ বসুন্ধরা কংক্রিটের অত্যাচারে।
আদিবাসিরাই আঁকড়ে বন, তাদের নাকি 'গাছ দেবতা',
তাই যদি হয় শিক্ষিতরা কি করে পাবে বই ও খাতা?
কৃষকেরা আজো গোঁয়ার জেদী বলছে তাদের মাটিই ধন,
ল্যান্ড ব্যান্কে আজো জমির অভাব থমকে আছে উন্নয়ন!
আদিবাসি,কৃষক বলছে তবু আমরা অসভ্য, জেদী, বন্য
প্রয়োজন নেই "লও এ নগর, ফিরে দাও সে অরণ্য "।