এতদিন যারে হৃদয় দিয়ে
দিলাম ভালবাসা,
পরিসমাপ্তি টেনে বিদায় নিল
আমায় দিয়ে নিরাশা।
বরগা কাঠে ঝুলবো নাকি
গলায় দড়ি দিয়ে,
কিম্বা শান্তি আসুক যন্ত্রদানব
আমার উপরে গিয়ে।
নাহয় এসিড ছুঁড়ে মরবো নাকি
মনের অহং ভাঙ্গি।
এসব কিছুই করবো না আমি
যদিও আছি রাগি।
হীন মনের মানসিকতায়
এসিড ছুঁড়ে তারে,
জীবন নাশা ভালবাসাই
ভালবেসেছি যারে!
হোক সুখী সে যেথাই থাকুক
যার কাছেই থাকুক,
আমার চেয়েও অধিক যেন
তারে ভালবাসুক।
হয়তো তাহার হৃদয় কোনে
হয় নি আমার ঠাঁই,
তাই হয় তো সে পরের কাছে
গেল অবলীলায়।
দুঃখ বেদনার গভীর খাদে
আমায় ফেলে দিয়ে,
সুখের বাসর বাঁধুক নাহয়
নতুন প্রনয় পেয়ে।
জীবন আমি টিকিয়ে রাখবো
এটুকু আশা নিয়ে,
সে কেমন করে সুখী হবে
আমায় দুঃখ দিয়ে।