শরৎ আসে শরৎ আসে
হিমের পরশ লাগে,
এমন দিনে শীতল ছোঁয়া
মনটি কেমন জাগে।
বৃষ্টি মেঘের হয়েছে ছুটি
শুভ্র মেঘের প্রকাশ,
নদীর তীরে ক্ষেতের ধারে
আন্দোলিত কাশ।
আকাশ পানে দৃষ্টি গোচর
রাজ হংসের খেলা,
শুভ্র শুভ্র অম্বর প্রদেশে
কেমন সাজায় ভেলা!
প্রভাত বেলা লোহিত রঙে
তপন যখন উঠে,
ঘাসের থেকে শিশির ঝরে
দোপাটি ফুলেরা ফোটে।
শরৎ আসে শরৎ আসে
আর যে নেইকো দূর,
জানান দিচ্ছে ঢাকের রোল
পূজোর গানের সুর।