শীত এবার বিদায় নিবে বুঝি
গাছের পাতা গাইছে দুখের গান,
ভরা যৌবনে উত্তীর্ণ হবে কোকিল
এবার বুঝি করবে ঋতুস্নান।
ভোরই যত শীতল আমেজ থাকে,
ধীরেধীরে সেও হয়ে পড়ে আজ ম্লান
অলস দুপুরে তপন বিরাগ চেয়ে
পড়ন্ত বিকেলে জানাই অভিমান।
পশম বস্ত্র এবার শিকেয় তোলা
অবহেলিত যেমন ভাঙ্গা কূলো,
মেঠো পথের উদাশ করা সাঁঝে
গরুর পালে উড়িয়ে ফিরে ধূলো।
শিমুল, পলাশ পোয়াতি আজ হবে
ফাগুন এলেই করবে প্রসবন,
অপেক্ষা আজ শীতের বিদায় শুধু
রক্ত ধারায় রাঙিয়ে দিবে বন।
উত্তর বায় শ্লথ হয়েছে এবার
দ্বারে আঘাত করে দখিনা হাওয়া,
আর্ত প্রাণও এবার উঠুক জেগে
ওদের প্রাণেও লাগুক বসন্ত ছোঁয়া।