তুই যে আমার ছোট্টো সোনা,
          ফুটফুটে এক চাঁদের কণা,
তোকে ছাড়া আমার যে রে মনটা নাহি লাগে।
          শিশির ছটা ঘাসের'পরে
          সূর্যালোকে ঝলমল করে,
তেমনি যে রে তোর ছবি আমার মনে জাগে।।
          তোর মুখ ঐ গোলাপ কলি,
           আমি সেই বাগানের মালি,
সুখে দুখে আমি তোরে যতন করে রাখি।
          তোর মুখের ঐ মিষ্টি হাসি,
          কে যে কোথায় বাজাই বাঁশি,
বিদায় নিয়ে যাবি চলে যেন যাযাবর পাখি।।
          কাঁদব আমি চোখের জলে,
           অশ্রু ঝরবে দুইটি গালে,
তবু বলবো তুই যেন রে করিস ঘর সুখে।
          দেখবো যখন তোর সুখ,
          ফুলে উঠবে আমার বুক,
সকল দুঃখ ভুলে হাসি আসবে আমার মুখে।।


আজ আমার মেয়ে #সংস্কৃতি'র শুভ জন্ম দিন। আপনাদের আশীর্বাদ কামনা করি।