আমি স্বপ্ন দেখি
কবিতার শব্দরা ভীড় করে আসে
আমি উদগ্রীব হয়ে কলম খাতা খুঁজি
লেখার প্রস্তুতির ফাঁকে ফাঁকে ছুটে আসে অশরীরী আত্মা।
হাত কাঁপে তবু লিখে চলি।
রাস্তার পাশে শুনি পুলিশের শাসানি।
দেখি এক মুসলিম পিতাকে গাড়ির বৈধ্য কাগজ চাইতে।
কন্যার সামনেই মাথায় আঘাতের পর আঘাত করে,
লুটিয়ে পড়ে পিতা।
আমি লিখে চলি।
তখনও আমি লিখে চলি
দেখি এক বিবাহিত যুবককে শ্বাশুড়ি পক্ষের শাসানি।
সে নাকি প্রাক্তন প্রেমিকায় আসক্ত।
আবারও আমি লিখি।
স্বপ্নে ব্যঘাত হয়।
দেখি সব লেখা ভ্যানিস হতে থাকে।
তবু রয়ে গেছে শুধু কয়েকটি লাইন।
"রক্তগুলি অশ্রু হয় গড়িয়ে পড়ে ফেকাশ ওষ্ঠের কোনে।
অশরীরী আত্মারা ভীড় জমায়,
নেমে আসে এক বিষন্ন অন্ধকার...."