তাক্‌ ধিনা ধিন নাচছে দাদু
তাতেও দিদার জ্বালা,
তোড়জোড়েতেও যাচ্ছেনা খুলা
তোরঙ্গের ঐ তালা।


তাবড় তাবড় মহারথীও
তালা ভাঙ্গলো না,
তারই খুশীতে দাদুর প্রাণে
তা থৈ তা থৈ তা।


তানপুরা আর তবলা নিয়ে
তালাপড়া গান ধরে,
তা দেখে দিদার প্রাণ
তাচ্ছিল্যে যায় মরে।


তন্নতন্ন চাবি খুঁজে
তমাম ঘর গুষ্টি,
তলানিতে মন ঠেকে তাই
তল্লাশিতে নেই পুষ্টি।


তলব করেন আমায় তখন
তৎক্ষণাৎ ছুটে এলাম,
তুচ্ছ এক সেপটিপিনে
তালা খুলে দিলাম।


তর্জনী দেখিয়ে আমায় দাদু
তর্জন করে বলে,
তুইতো শালা দিদা ভক্ত
তসবি যেমন গলে।