কাশ মেঘ


যেই এসেছে স্নিগ্ধ শরৎ, বর্ষাকালের শেষে,
মেঘ মুক্ত নীলাম্বর আজ, মাঠের প্রান্তে মিশে।
পেঁজা তুলো মেঘগুলিও দিক্‌ বিদিকে উড়ে,
কাশ হয়ে নেমে এসেছে প্রান্তর, নদী পাড়ে।


সৌন্দর্য ও খিদা


কাশ ফুলে আজ হারিয়ে গেছে, পর্যটকের চোখ,
মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ভুলে সব দুঃখ-শোক।
এদিকে আমিনা কাস্তে চালাচ্ছে কাশ ঘাসের'পরে
ঝাড়ু বানিয়ে বিকবে হাটে, দুমুঠো অন্নের তরে।