দিকে দিকে আজ প্রলয় ঝড়
শক্তির প্রদর্শন,
হুংকার ছাড়ে বিদ্বেষ বাণে
যুদ্ধের আয়োজন।
বজ্র সমান অস্ত্র নিয়ে
খেলায় মাতে প্রাণ,
জনসাধারণ সংহারে আজ
শোণিত বহমান।
গরীব কৃষক অনাহারে মরে
তাতে নেই হীনতা,
অস্ত্র ভান্ডার পূর্ণ গৌরবে
ছড়াছড়ি বারতা।
বেকার যুবক ধুঁকছে কর্মে
হীনমন্যতায় ভুগছে,
ডিজিটেল দেশ ভাবনায়
কর্ম হীনতা জাগছে।
উন্নতশীল দেশ যে দেয়
অনাহারী মুখে অন্ন,
নেই হিংসা দ্বেষ খুদিত প্রাণ
সে দেশ শ্রেষ্ঠ ধন্য।