অমর্ত্য সেন নাকি বিশ্বাস ঘাতক
বলেন পদ্মফুলের স্বামী,
ভারতবাসীও সবাই জানেন
স্বামী যে কতটা দামী।
অর্থনীতিতে জোয়ার এনে
নোবেল এ ভূষিত যে জন,
রাজনীতির এক নেতা তারে
কেমনে করে অপমান।
মহান একজন অর্থনীতিবিদ
পেয়েছে রাষ্ট্রসংঘের মান,
ভারত রত্ন দিয়েছে এ দেশ
এ তাঁর উপযুক্ত সম্মান।
ফেলোশিপ দিয়েছে বাংলা একাডেমি
ডিলিট দিয়েছে ঢাকায়,
দেশ বিদেশের কতনা সম্মানের
পালক তাঁহার মাথায়।
যাঁহারা তাঁহাকে দিয়েছে মান
তাঁরা কি সবাই মূর্খ?
মহান এরূপ ব্যক্তি কে নিয়ে
রাজনীতি করা ধূর্ত।
মাননীয় ব্যক্তির মান দিতে
যে জনা না জানে,
গরীবের প্রতি দরদ কি করে
জাগবে তাঁহার প্রাণে।
নেতা হয়েছেন জনগনের
গরীব সেবার জন্য,
গরীবের প্রতি দরদ রাখুন
তবেই হবেন ধন্য।
হৃদয় মাঝারে শ্রদ্ধা রাখুন
মাননীয়দের তরে,
তবেই উপযুক্ত নেতা হবেন
গরীব দু:খীর বরে।


(২৯/০১/২০১৮ সমস্ত সংবাদ পত্রে খবরের জের)